
নিজস্ব প্রতিবেদক :
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার স্ত্রী ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদরে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবিকে নিয়ে ফেসবুকে কটুক্তি ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে আজ সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । শহরের বড়হরিশপুর ৩ নং ওর্যাড সাধারন জনগনের আয়োজনে বড় হরিশপুর থেকে মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাইপাস মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন,যুব দলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ,সহ সভাপতি স্বপন ইসলাম,যুগ্ন সাধারন সম্পাদক ওমর আলী,ছাত্র দলের সহ সভাপতি আবু ইউসুফ লাম,সদর উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম, ০৩ নং ওয়াডের সাবেক সভাপতি মান্নান মিয়া, এনায়েত চৌধুরি সহ স্থানীয় নেতৃবৃন্দ